Monday, October 26, 2020

Why do you waterproof your Bathroom Area কেন আপনার বাথরুম Waterproofing করাবেন?

 

 


বাথরুম Waterproofing ভবনের স্থায়িত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা Waterproofing শুধুমাত্র আপনার ভবনের কাঠামোকেই রক্ষা করছে না, পাশাপাশি আপনার সাস্থ্য ঝুকিও হ্রাস করছে ।

বাথরুম Waterproofing এর মূল কারণগুলি:

গোসল, কাপড় ধোয়া এবং অন্যান্য কাজকর্মে বাথরুমের মধ্যে অনেক বাস্প তৈরি হয়। এই বাষ্পগুলি খুব সহজেই দেয়ালে লেগে যায়, বিশেষত মর্টার বা প্লাস্টারে এবং ছিদ্রযুক্ত দেয়ালে এটি সহজেই লেগে থাকে এবং ভিতরে প্রবেশ করে। এই বাস্পগুলি দেয়ালের অভ্যন্তরে প্রবেশ করে ভেতরের উপাদানগুলিকে সহজেই নষ্ট করে দেয় এবং দেয়ালের অভ্যন্তরে আদ্রতার পরিমান বাড়িয়ে দেয়। এর ফলে Hydrostatic Pressure তৈরি হয় এবং তা পরবর্তীতে ভবনের ব্যপক ক্ষতিসাধন করে। এসব সমস্যার হাত থেকে রক্ষা পেতে সবথেকে সহজ উপায় হচ্ছে Waterproofing করা ।

 

Waterproofing এর জন্য যেসব System & Materials ব্যবহার করা হয়ে থাকে তা ভেদ করে পানি প্রবেশ করতে পারেনা। Water Damage প্রতিরোধ করার ক্ষেত্রে Waterproofing এর গুরুত্ব অনেক । Waterproofing করার ফলে Water Damage সহ পরবর্তিকালিন বিভিন্ন বড় সমস্যার হাত থেকে খুব সহজেই ভবনকে রক্ষা করা যায়। এছাড়াও Waterproofing এর ফলে পানির প্রবেশ, ছত্রাক জন্মানো, স্যাতসেতে ভাব, শ্যাওলা ধরা, রং খশে পড়া এবং পৃষ্ঠ নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারেন।

ভবনের স্থায়িত্ব বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং রক্ষণাবেক্ষন খরচ কমানোর জন্য Waterproofing করা অতিব জরুরি।

নিচে কেন আপনার ভবনের বাথরুমগুলি Waterproofing করাবেন তা তার মূল কারণগুলি তুলে ধরা হল:-

 


1.     Structural Damage: আমাদের দেশের শহরাঞ্চলে যারা বসবাস করেন তারা জানেন যে আমাদের দেশের ভবনগুলির মধ্যে আদ্রতার পরিমান অপেক্ষাকৃত কতটা বেশি। আদ্রতা এমন একটি উপাদান যা সম্পূর্ণ ভবনকে সহজেই নষ্ট করে দিতে  পারে। কিন্তু এর ক্ষতিকারক দিক বেশি দেখা যায় যেখানে Ventilation ব্যবস্থা সঠিক নাই বিশেষ করে ঘরের ভিতরের কর্ণারগুলিতে দেয়াল এবং সিলিংয়ের জোড়ায় অথবা যেসকল স্থানে আদ্রতা বা বাস্পের পরিমান অপেক্ষাকৃত বেশি থাকে। যদিও আদ্রতাজনিত সমস্যাগুলি আমাদের চোখে একটা দির্ঘ্যসময় পরে দেখা দেয় । যার ফলে মধ্যে অনেক আদ্রতার প্রভাব ভিতরে থেকে যায়। আর এধরনের সমস্যা দেখা দেবার সাথে সাথে সমাধান না করলে পরবর্তিতে আরও বড় সমস্যা দেখা দিবে।

2.     Condensation: যেসব দেয়ালে Condensation এর প্রভাব দেখা যায় সেসব স্থানের রং সহজেই নষ্ট হয়ে যায়, ছত্রাক দেখা দেয়, শ্যাওলা জন্মায় এবং কাঠের ব্যপক ক্ষতিসাধন করে। পাশাপাশি বেশি পরিমানে আদ্রতা দেয়ালের মধ্য দিয়ে তাপ পরিবহনে সহায়তা করে, যার ফলে অভ্যন্তরের তাপমাত্রা কমে যায় এবং এনার্জি অধিক খরচ হয়। বাথরুমের মধ্যে উৎপন্ন বাস্প সাথে থাকা রুমের মধ্যে অনেকদুর পর্যন্ত চলাচল করতে পারে এবং এটি ভেতরে থাকা বাতাসকে প্রভাবিত করে এবং অধিক শ্যাওলা এবং ছাচ তৈরি করে। Condensation এর সমস্যা প্রতিরোধের সবথেকে সহজতম উপায় হচ্ছে একজন Specialist দিয়ে Waterproofing করানো।


 

3.     Infestation: বিভিন্ন ধরনের অনুজিব, কিটপতঙ্গ, বা ব্যাকটেরিয়া ভেজা স্যাঁতসেঁতে স্থানে সহজেই বিস্তার লাভ করে যা বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। Infestation এড়াতে আপনার ভবনের বাথরুম অবশ্যই Waterproofing করাতে হবে। যদি দেখা যায় যে বাথরুম দির্ঘ্যসময় ধরে ভেজা থাকছে বা দ্রত স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, (যেহেতু ছত্রাক এবং ছাচ দৃশ্যমান হবার অনেক পূর্ব থেকেই আদ্রতা দেয়ালের মধ্যে অবস্থান করে) সেহেতু এটা দেখা দেবার পরে যদ দ্রুত সম্ভব একজন Specialist দিয়ে ঠিক করে নেওয়া দরকার। যাতে করে পরবর্তিতে Severe Infestation হওয়া থেকে প্রতিরোধ করা যায়।

4.     Maintenance Cost Saving: দেয়ালের মধ্যে দীর্ঘ্যসময় ধরে উপস্থিত আদ্রতার ফলে ফাটল(Crack) দেখা যায়, রং নষ্ট করে দেয়, কংক্রিট নষ্ট করে দেয়, মসলা খসে খসে পড়তে থাকে এবং ছত্রাক আক্রমন করে। এসকল সমস্যার হাত থেকে রক্ষা পেতে পেশাদার প্রতিষ্ঠানের শরণাপন্য হতে হবে। এধরনের সমস্যা প্রতিনিয়ত সমাধান করতে অনেক অর্থের ব্যয় করতে হয়। অন্যদিকে মাত্র একবার Waterproofing করার ফলে দেয়ালের মধ্যে পানি চলাচল বন্ধ হয়ে যায় এবং সমস্যাগুলি পুনরায় বিস্তার করতে পারেনা। এর ফলে অনেক অর্থ অপচয় বা Maintenance Cost অনেক হ্রাস পায়।

5.     Increase Property Value: আপনার ভবটিতে Waterproofing করার ফলে আপনি দীর্ঘ্যসময় ধরে এটিতে বসবাস করার পরেও এর কোন ক্ষতি হবেনা। যা আপনার Property এর Value অনেক পরিমানে বৃদ্ধি করবে। দীর্ঘসময় বসবাসের পরেও যদি আপনি এটিকে বিক্রি করতে চান তখনও এর Value নতুনের মত থাকবে। কেননা দির্ঘ্যসময় ধরে এটিতে বসবাসের পরেও দেয়ালে কোন ত্রুটি বিচ্যুতি দেখা দেয় না।

আমরা অভিজ্ঞ Engineer & Technician দ্বারা নতুন প্রযুক্তি ও উন্নতমানের মালামাল ব্যবহার করে Waterproofing Service প্রদান করে থাকি । আজই আমাদের সাথে যোগাযোগ করুন, যাতে আমরা আপনার ভবনের Moisture Problem দুর করতে আপনার পাশে থাকতে পারি।

ধন্যবাদ সকলকে

আমাদের ঠিকানা,

CON-CHEN SOLUTION BD

বাড়ি:-১৯, রাস্তা-১, ব্লক-সি, মিরপুর-১, ঢাকা-1216

মোবাইল: +৮৮০ ১৯২১ ৭৯৮৪০৪

ইমেইল: csbdltd@gmail.com or bdas1113@gmail.com  

 


 

Friday, April 17, 2020

Roof Garden Waterproofing or Roof Gardening System

Today we are discussing about the systems of roof gardening. For green building and green environment roof gardening is a good thinking. Basically there are three types of gardening we are discussing here. That's are accept international gardening system.For waterproofing your roof or complete solution or any other chemicals related suggestion you can easily contact with me.Because you are always welcome to my channel and my door/office.




Thanks
Regards
Engr. Bikash Das
Email: bdas1113@gmail.com

Cell: +880 1701 745954


How to Deals With Concrete Cancer or concrete spalling

Today we are discussing about concrete cancer. Concrete cancer is also called as spalling. Its basically occurs or starts from Basement or from roof slab. Because this places have so much possibility of water penetrating.



For more information please fell free to contact with me.



Thanks
Regards
Engr. Bikash Das
Email: bdas1113@gmail.com
Contact: +8801701-745954


Benefits to waterproofing in your commercial Roof.

Here we are discussing about the Benefits to waterproofing in your commercial Roof. What is the main reasons for waterproofing of your building. And how much you can save money and structure lifetime that's are shown here. Here total top six benefits are shown.


 For more information please fell free to contact with me.



Thanks
Regards

Engr. Bikash Das
Email: bdas1113@gmail.com
Contact: +8801701-745954




Torch Seal Membrane Application Video